Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা শূন্যে নামানোর উদ্যোগ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২০:১২

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা শূন্যে নামানোর উদ্যোগ

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামানোর জন্য বিশেষ কর্মসূচি নিয়েছেন। এর অংশ হিসেবে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় বুধবার (২০ আগস্ট) জেলা পরিষদ সভাকক্ষে পেশাদার গাড়ি চালকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সিটি বন্ধন, উৎসব, নিউ আনন্দ, বন্ধু ও বাধন পরিবহনের মোট ৫৩ জন চালক অংশ নেন। জেলা প্রশাসক বলেন, ‘গাড়ি চালকদের প্রশিক্ষণের বিকল্প নেই। এর মাধ্যমে তারা ট্রাফিক আইন, নিরাপদ সড়ক চলাচল ও দায়িত্বশীলতা সম্পর্কে সচেতন হবে। আমরা এই মডেলটি দেশের অন্যান্য জায়গায় বিস্তৃত করতে চাই।’

প্রশিক্ষণে সড়ক নিরাপত্তা, দুর্ঘটনার কারণ ও প্রতিকার, ট্রাফিক আইন, যাত্রীদের সাথে ভালো আচরণ, স্বাস্থ্যবিধি ও গাড়ির যন্ত্রাংশ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। স্থানীয় শ্রমিক নেতারা অটো-রিকশার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাপূর্ণ চলাচলের আহ্বান জানান।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর