অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২০:১৭
-68a5d913cb1ed.jpg)
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সাভার ও গাজীপুরে পৃথক অভিযানে কয়েকটি প্রতিষ্ঠান ও বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বুধবার (২০ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৯ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা, শাসনগাঁও, চাঁদনী হাউজিং এলাকার দুইটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে বাড়ৈভোগ, ফতুল্লা এলাকায় আগের বিচ্ছিন্নকৃত প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ হোটেলে আবাসিক লাইন থেকে অবৈধভাবে ঘণ্টায় ৯২ ঘনফুট হিসেবে ৬৫০.২৪ ঘনমিটার/মাস হারে গ্যাস ব্যবহার করায় গ্যাস লাইনটি পুনরায় বিচ্ছিন্নপূর্বক ‘কিলিং’ করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই এলাকায় অন্য একটি প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া হোটেলে আগের বিচ্ছিন্নকৃত আবাসিক গ্যাস লাইন থেকে ঘণ্টায় ২৪৭ ঘনফুট হিসেবে ১,৭৪৫.৭৭ ঘনমিটার/মাস হারে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে গ্যাস লাইনটি পুনরায় বিচ্ছিন্নপূর্বক ‘কিলিং’ করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া শাসনগাঁও, চাঁদনী হাউজিং এলাকায় অভিযানে মেসার্স এম আর ইয়ার্ণ ডাইং-এ ১ টন ক্ষমতাসম্পন্ন একটি বয়লারে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করে ‘কিল’ করা হয়। এতে করে তিনটি প্রতিষ্ঠানে মাসে প্রায় ৭ লাখ ১০ হাজার টাকার গ্যাস সাশ্রয় হয়েছে।
একই দিনে বিজ্ঞ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে মুন্সিগঞ্জের জামালদি, গজারিয়া এলাকায় পাঁচটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি মার্বেল ফ্যাক্টরি, তিনটি হোটেল-রেস্টুরেন্ট ও একটি বেকারির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ৬০ ফুট পাইপলাইন জব্দ করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকার সাভারে উইন্টার ড্রেস লিমিটেড কারখানায় সরেজমিনে পরিদর্শনে যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর ভিজিল্যান্স বিভাগ। এ সময় কারখানায় গ্যাস ব্যবহারে অসংগতি ধরা পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট জোনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া ধানমন্ডির গ্রীন রোডে ১২তলা বিশিষ্ট একটি ভবনে অবৈধভাবে আবাসিক চুলা চালানো হচ্ছিল। দুটি রাইজার বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে গাজীপুরের বাসন থানার টেকনগপাড়া ও তেলিপাড়া এলাকার দুটি স্পটে অভিযান চালানো হয়। এসময় ৭০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৩০০ ফুট (পিভিসি) পাইপ জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে গত ১৯ আগস্ট পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৯৭টি শিল্প, ৩৬৪টি বাণিজ্যিক ও ৬৫ হাজার ৩২৯টি আবাসিকসহ ৬৫ হাজার ৯৯০টি অবৈধ গ্যাস সংযোগ এবং ১ লাখ ২৫ হাজার ২২৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় ২৫০.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
এইচকে/এমবি