বান্দরবানের রুমায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২০:২৭

গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজন যুবককে আটক করেছে পুলিশ। বাকি দুজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
আটকরা হলেন—ক্যহ্লাওয়াং মারমা (১৭), উহাইসিং মারমা (১৫) ও ক্যসাইওয়াং মারমা (১৬)। বুধবার (২০ আগস্ট) ভোরে রুমা সদরের পাইন্দু হেডম্যান পাড়ায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাকি দুই অভিযুক্ত হলেন চহাই মার্মা (২০) ও ক্যওয়াংসাই মার্মা (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৮ ও ৯ আগস্ট ওই পাঁচ যুবক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে ক্রমাগত ধর্ষণ করেছিল। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার বিষয়টি জানায়।
প্রাথমিকভাবে স্থানীয় সামাজিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তদের জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনসাধারণ প্রতিবাদ জানিয়ে বিচার প্রত্যাহারের দাবি করেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘটনার সঙ্গে জড়িতরা হেডম্যান ও আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হওয়ায় ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাকি দুজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।
সোহেল কান্তি নাথ/এআরএস