Logo

সারাদেশ

শ্রীপুরে বিক্ষোভের ১৩ ঘণ্টা পর বকেয়া বেতন পেলেন শ্রমিকরা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২০:৩৮

শ্রীপুরে বিক্ষোভের ১৩ ঘণ্টা পর বকেয়া বেতন পেলেন শ্রমিকরা

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে নোমান টেক্সটাইল কারখানায় জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর চালান। আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার (২০ আগস্ট) দুপুরে কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সি শিফটের প্রায় চার শতাধিক শ্রমিক উৎপাদন কাজ বন্ধ করে কারখানার ভেতরে জড়ো হন এবং বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে দরজা-জানালা ভাঙচুর ও অন্যান্য ক্ষতি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে এবং বুধবার বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা রাত ১২টার দিকে কাজে যোগ দেন।

নোমান টেক্সটাইলের শ্রমিকরা জানায়, জুলাই মাসের বেতন ১০ আগস্ট পর্যন্ত পরিশোধ হয়নি। এ কারণে শ্রমিকরা বেতন নির্ধারিত সময়ে পরিশোধের দাবিতে বিক্ষোভ চালান। বুধবার দুপুরে বকেয়া বেতন পরিশোধের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি আবদুল লতিফ নিশ্চিত করেছেন, বেতন পরিশোধের পর পরিস্থিতি শান্ত আছে এবং আইনশৃঙ্খলা বজায় রয়েছে।

সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পোশাক শ্রমিক শ্রমিক আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর