বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : ১৪ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২০:৪১
---2025-08-20T204023-68a5de8c7cce1.jpg)
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে অন্য একটি ট্রলারের সহায়তায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ১৪ জেলে। বুধবার (২০ আগস্ট) সকালে পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে সাগর থেকে সহিদুল মাজি ১৩ জন ও আকবর মাজি ১ জনকে উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছেন ওই ট্রলারের ৬ জেলে।
উদ্ধারের পর জেলেদের কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা হল, বাদশা মাঝি (৩২), আবুল কাসেম (৪৫), নুর আলম (৩০), নুরুল হাসান (২৯), সেরাজ (৩২), ফয়সাল (২২), আনসার (৪০), আনিস (৩৫), খবির (৩৮), মোরসেদ (৩০), সাজ্জাদ (২৫), তৌহিদ (২৩) ও হেলাল (২৯)। এদের সকলের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায়।
নিখোঁজ জেলেরা হল, আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ ( ২০) ও শাহাবুদ্দিন (৪৫)।
আহত জেলেদের সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার কাহারগোনা এলাকার মায়ের দোয়া নামের মাছ ধরার ট্রলারটি ২০ জেলে নিয়ে ১৪ তারিখ সাগরে মাছ ধরতে যায়। ১৮ তারিখ ভোর রাতে দুর্ঘটনার শিকার হয়ে ট্রলারটি ডুবে যায়।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন, দুপুর দেড়টার দিকে সাগরে ভাসমান থাকা অজ্ঞান অবস্থায় এক জেলে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
- জাকারিয়া জাহিদ/এমআই