Logo

সারাদেশ

আশুলিয়ায় বিপুল পরিমাণ সিগারেটসহ আটক ২

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২০:৫৭

আশুলিয়ায় বিপুল পরিমাণ সিগারেটসহ আটক ২

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ দুইজনকে আটক করেছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

বুধবার বিকেলে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো—টাঙ্গাইলের ধনবাড়ি থানার কয়ড়া গ্রামের সাইফুল ইসলাম (৫৫) ও বানদেরা গ্রামের মেহেদী হাসান (২২)। তারা একটি অটোরিকশায় শুল্ক ফাঁকি দিয়ে নকল সিগারেট পরিবহন করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের একটি গুদামের অবস্থান জানা যায়। পরে পুলিশসহ যৌথ অভিযানে উক্ত গুদাম থেকে ৩৮১০ প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করা হয়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বপ্ন সুপারশপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর