Logo

সারাদেশ

নোয়াখালীতে মাহফুজের মৃত্যু নিয়ে পুলিশের ব্যাখ্যা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২১:০৯

নোয়াখালীতে মাহফুজের মৃত্যু নিয়ে পুলিশের ব্যাখ্যা

নিহত মাহফুজ । ছবি : সংগৃহীত

নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন আন্ডারচর ইউনিয়নে মাহফুজ নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য ছড়ালেও জেলা পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, আন্ডারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মাহফুজকে হত্যা করা হয়েছে। তবে পুলিশের ব্যাখ্যায় বলা হয়, প্রকৃতপক্ষে নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ছাত্রলীগের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট ছিলেন না।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজিরচর গ্রামের বাসিন্দা ছায়েদুল হকের ছেলে মো. মাহফুজ নিজ বাড়ির রান্নাঘরের উত্তর পাশে পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের পিতা ছায়েদুল হক সুধারাম থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর