কুমিল্লায় শিশু আরিয়ান হত্যা : ভগ্নিপতির মৃত্যুদণ্ড, শ্যালিকার যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২১:১৯
-68a5e771d5f42.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার তিতাসে ৭ বছরের শিশু সায়মন ওরফে আরিয়ান হত্যার ঘটনায় আদালত ভগ্নিপতি বিল্লাল পাঠান (৪২) কে মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তার শ্যালিকা শেফালী আক্তার (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত বিল্লাল পাঠানের ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং শেফালী আক্তারের ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী।
মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ জানায়, ২০২৩ সালের ১৮ আগস্ট বিকেলে শেফালীর ঘরে তাদের পরকীয়া সম্পর্ক দেখতে পেয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ বস্তায় ভরে পাশের কাশবনের বালুতে পুঁতে রাখা হয়।
ঘটনার পর শিশু নিখোঁজ হওয়ায় তার মা তিতাস থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিল্লাল পাঠান গ্রেপ্তার হন এবং ঘটনার দায় স্বীকার করেন। পরে চার্জশিট দাখিল ও সাক্ষ্য গ্রহণের পর আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন।
সোহাগ/এআরএস