বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২১:২৬
-68a5e9177aa85.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রস্তাবে প্রতিবাদ জানিয়ে বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। বুধবার (২০ আগস্ট) রাতে কচুয়া উপজেলার বাধাল বাজারে সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান শহীদুজ্জামান মিল্টন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আনোয়ার হোসেন ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন।
বক্তারা বলেন, বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব স্পষ্ট ষড়যন্ত্র। তারা নির্বাচন কমিশনের প্রস্তাব ফিরিয়ে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বক্তারা আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাটাখালিসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে তিনটি করার প্রস্তাব দিয়েছিল। ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে এ বিষয়ে শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শেখ আবু তালেব/এআরএস