Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২১:৩৭

আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডা. এম এ আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আলামিন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু, যুগ্ম আহবায়ক এ্যাড. হেমায়েত হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। 

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে এই সংগঠন জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী শেখ ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুল প্রমুখ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর