
বাগেরহাটের ৪ আসন বহালের দাবিতে সড়ক অবরোধ। ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে সড়ক অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলেছে।
এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে জড়ো হন। তারা বাগেরহাটের চারটি আসন বহাল রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে খুলনা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির নেতা এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বাগেরহাটে দীর্ঘদিন ধরে চারটি আসন রয়েছে। হঠাৎ করে একটি আসন কমানোর প্রস্তাব অন্যায় ও ষড়যন্ত্রমূলক। আমরা এ প্রস্তাব কোনোভাবেই মেনে নেব না।
এর আগে ৩০ জুলাই বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকে বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফেটে পড়ে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বে একের পর এক কর্মসূচি পালিত হচ্ছে।
জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি প্রদান, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ নানা কর্মসূচি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
শেখ আবু তালেব/এমবি