Logo

সারাদেশ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৫:৫৬

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

নিজেদের স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আধা ঘণ্টা বিক্ষোভ করেছেন ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তরে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা-চট্টগ্রামমুখী দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ১টার দিকে শিক্ষার্থীদের বোঝাপড়া করে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টিজে পরিবর্তনসহ একাধিক দাবি নিয়ে পদযাত্রা শুরু করেন। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগানও দেন তারা। পুলিশ তাদের বোঝাপড়া করে সড়ক থেকে সরিয়ে আনার পর শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ চালিয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিরে যান।

শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো : স্থায়ী ক্যাম্পাস, ট্রান্সপোর্টের জন্য বাস সার্ভিস, যোগ্য ও দায়িত্বশীল ভিসি নিয়োগ, রাজনীতি মুক্ত ক্যাম্পাস, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পরিবর্তন করে দায়শীল কাউকে নিয়োগ দেওয়া।

এর আগে গত বছরের ১৩ আগস্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করেছিল। কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি।

২১ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আশ্বাস দেওয়া হলেও কোনো পরিবর্তন হয়নি। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা পুনরায় অবস্থান কর্মসূচি পালন করেন।

এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর