Logo

সারাদেশ

মহেশপুর সীমান্তে দালালসহ ৯ বাংলাদেশি আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৬:০৬

মহেশপুর সীমান্তে দালালসহ ৯ বাংলাদেশি আটক

ছবি : বাংলাদেশের খবর

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটকরা হলেন—মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে রাশেদ মিয়া (২০), পিরোজপুরের নেছারাবাদ থানার গণপতিকাঠী গ্রামের রমেশ রায়ের ছেলে প্রবাস রায় (৪৫) এবং প্রবাস রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (২৬)। বাকি ৪ জন নারী ও দুইজন শিশু রয়েছেন।

বিজিবি জানিয়েছে, ভোর সাড়ে ৬টার দিকে মহেশপুর সীমান্তের কুসুম বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় দালালসহ তিনজনকে আটক করা হয়, এর মধ্যে দুইজন নারী। অপর এক অভিযানে সীমান্তের লড়াইঘাট বিওপির দুই নারী ও দুই শিশুসহ আরও ছয়জনকে আটক করা হয়। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর