Logo

সারাদেশ

চাঁদপুরে মেয়াদ উত্তীর্ণ কিট পাওয়ায় জেনারেল হাসপাতালকে জরিমানা

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৬:১৯

চাঁদপুরে মেয়াদ উত্তীর্ণ কিট পাওয়ায় জেনারেল হাসপাতালকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট পাওয়ায় চাঁদপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে শহরের তালতলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে।

অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর