শেরপুরে আকাশের নিচে ভূমিহীন ১২ পরিবার, চান সরকারি জমিতে আবাসন

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৬:৪১
-68a6f7c7dae62.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শেরপুরের ঝিনাইগাতীর বাকাকুড়া বাজারে ভূমি অফিস নির্মাণের জন্য সরকারি খাস জমি থেকে অন্তত ১২টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। ৩৬ শতাংশ সরকারি খাস জমি থেকে ১৪টি দোকান ও ঘর উচ্ছেদ করায় অর্ধশতাব্দী ধরে বসবাস করা পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় বসবাস করছেন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় গত ১৯ আগস্ট দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, তারা অধিকাংশই দিনমজুর বা ছোট ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। উচ্ছেদকালে প্রায় ৪০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। পরিবারগুলো সরকারি জমিতে আবাসন ও জীবিকা নির্বাহের ব্যবস্থার দাবি জানিয়েছেন।
ভুমিহীন পরিবারের সদস্য শাহজালাল বলেন, ‘আমরা ছোট থেকেই এখানে বড় হয়েছি। আমাদের পূর্বপুরুষও এখানে থাকতেন। খাস জমি তো আরও অনেক আছে, কিন্তু আমাদেরটাকে ভেঙে দিয়েছে। এখন আমরা সবহারা হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। সরকার যেন আমাদের জন্য ব্যবস্থা করে।’
ভুমিহীন সুর্য বানু বলেন, ‘বাবাগো, আমরা ভুমিহীন। আমাদের সব শেষ হয়ে গেছে। সরকার আমাদের থাকার জন্য ব্যবস্থা করুক।’
খাস জমিতে থাকা ব্যবসায়ী মানিক বলেন, ‘আমরা জানতাম না যে উচ্ছেদ হবে। হঠাৎ করে সব ভাঙা শুরু হয়েছে। আমার দোকানের অনেক মাল নষ্ট হয়েছে। আমরা প্রায় ৪০ লাখ টাকার মালামাল হারিয়েছি।’
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম রাসেল জানিয়েছেন, উচ্ছেদকৃতরা দীর্ঘদিন খাস জমি দখল করে বসবাস করছিল। সেখানে ভূমি অফিস নির্মাণ করা হচ্ছে। ভুক্তভোগীদের পুনর্বাসনের জন্য আবেদন অনুযায়ী যাচাই-বাছাই করে সহযোগিতা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।
শাহরিয়ার শাকির/এআরএস