অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন হত্যা : মূল রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৭:০১
---2025-08-21T163933-68a6fc89b0811.jpg)
ছবি : বাংলাদেশের খবর
যশোরের অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ (২৬) হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যান ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ও ঘাতক বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লিমনের ছিনতাইকৃত ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
যশোর জেলা পুলিশ সুপারের বরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান।
মামলার প্রেক্ষাপট
গত ১১ আগস্ট রাত ৯টার দিকে প্রতিবন্ধী ও অসুস্থ লিমন শেখ নওয়াপাড়া শহরে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন সকালে শংকরপাশা গ্রামস্থ ফরাজীপাড়া বিলপাড়ার একটি জমিতে জিকে গাছের সঙ্গে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হয়, অজ্ঞাত দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম শেখ বাদী হয়ে অভয়নগর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত ও গ্রেপ্তার
মামলার রহস্য উদঘাটনে বিশেষ টিম তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় ২০ আগস্ট নওয়াপাড়া শিল্প শহরের নুরবাগ এলাকা থেকে সন্দেহভাজন বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে বিল্লাল হত্যার দায় স্বীকার করে জানায়, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে লিমনকে ভাড়া করে নির্জন স্থানে নিয়ে গলা টিপে হত্যা করে। এরপর মৃতদেহটি গলায় কাপড় বেঁধে গাছে ঝুলিয়ে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
তার দেওয়া তথ্যমতে তার নিজ বাড়ির ঘরের মেঝে খুঁড়ে ভ্যানের বডি, চাকা ও অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পাশাপাশি অভয়নগর ও খুলনার ফুলতলায় অভিযান চালিয়ে বিক্রীত ভ্যানের চারটি ব্যাটারি তিনজনের (লিটন, আসানুর ও সঞ্জয়) হেফাজত থেকে উদ্ধার করা হয়। ব্যাটারি ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে তাদেরও গ্রেপ্তার করা হয়েছে।
তবে লিমনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার সম্ভব হয়নি। বিল্লাল জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে ফোনটি বন্ধ করে পথিমধ্যে ফেলে দিয়েছে।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- এনএমএম/এমআই