আক্কেলপুরে স্কুল থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৭:০২
-68a6fcb57afe4.jpg)
ছবি : সংগৃহীত
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মেহেদী হত্যা মামলার আসামি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম।
আব্দুর রহিম স্বাধীন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আক্কেলপুর পুরাতন বাজারের আশির মাস্টারের ছেলে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় মেহেদী হত্যা মামলার আসামি হন। এছাড়া হত্যা চেষ্টা মামলারও আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিদ্যালয় থেকে গ্রেপ্তার করে জয়পুরহাট থানা পুলিশ।
ওসি তামবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাহফুজ রহমান/এআরএস