Logo

সারাদেশ

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৭:০৮

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের ছাতকে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে জাউয়া বাজার ইউনিয়নের আগিজাল গ্রামের মো. ওয়ারিদ আলীর ছেলে মো. আব্দুল মজিদের রান্না ঘরের সামনে ইটের স্তূপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান।

ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় রান্না ঘরের সামনের ইটের স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশী রিভলবারটি উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আব্দুল হালিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর