Logo

সারাদেশ

পটিয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলা, নিরাপত্তা নিশ্চিতের দাবি

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৭:২৯

পটিয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলা, নিরাপত্তা নিশ্চিতের দাবি

হামলায় আহত প্রধান শিক্ষক শ্যামল দে। ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়ায় হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে পৌর সদরের ফৌজ্জারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই শিক্ষক শ্যামল দে ফেসবুক লাইভে এসে জানান, দীর্ঘদিন ধরে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের শাস্তি দাবি করেন।

এর আগে গত ৫ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দের অপসারণের দাবিতে স্থানীয়রা প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন।

একই ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে শ্যামল দে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় সূত্র জানায়, ওই শিক্ষককে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে দাবি করে একটি পক্ষ তার পদত্যাগ চেয়ে আসছিল। সম্প্রতি বিদ্যালয়ের একটি এডহক কমিটি গঠিত হলে শ্যামল দে এবং কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার সকালে নিয়মিত স্কুলে যাওয়ার পথে ডাকবাংলো থেকে গাড়িতে ওঠেন শ্যামল দে। ফৌজ্জারপুল এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে পালিয়ে যায়।

শ্যামল দে ফেসবুক লাইভে বলেন, ‘আমি আগেই প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলাম। তবুও তারা আমাকে রক্ষা করতে আসেনি। যারা আমাকে আক্রমণ করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।’

ইমরান হোসেন মুন্না/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর গ্রেপ্তার আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর