শ্রীধরনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৭:৩৪
-68a7044c7946a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীধরনগর গ্রামে অবৈধ ডেজার ব্যবহার করে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২টায় পয়লা ইউনিয়নের নদীর পাড়ে গ্রামবাসীরা এই মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীধরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি আক্তার, গ্রামের মাদ্রাসার প্রিন্সিপাল ময়নাল মুন্সী, সমাজ প্রধান রাজু ভূইয়া, ইউপি সদস্য মোঃ আকরাম হোসেন এবং আরও শতাধিক গ্রামবাসী।
বক্তারা বলেন, ‘বালুমহালের পাশেই প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মসজিদ, খেলার মাঠ ও ফসলি জমিসহ বিভিন্ন বসতি রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এসব বসতিসহ নদীর ভৌগোলিক অবকাঠামো ধ্বংসের মুখে।
শ্রীধরনগর গ্রামের নদীর অনেক অংশ ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক।’