Logo

সারাদেশ

জলঢাকায় বাঁশের সাঁকোয় দুই ইউনিয়নের ২০ হাজার মানুষের দুর্ভোগ

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:১৬

জলঢাকায় বাঁশের সাঁকোয় দুই ইউনিয়নের ২০ হাজার মানুষের দুর্ভোগ

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর জলঢাকার গুলমুন্ডা ইউনিয়নের ভাবুনচুর শ্যামপুর পাড়ার ধুব নদীর ওপর সেতুর অভাবে দুই ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। নদীর উত্তর দিকে গ্রাম, দক্ষিণে জেলা শহর নীলফামারী অবস্থিত।

স্থানীয়রা জানিয়েছেন, বাঁশের চাটাই ও কাঠ বিছানো সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করতে হয়। বর্ষাকালে সাঁকো ভেঙে দুর্ঘটনার শিকার হতে হয়। গুলমুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুফিয়া ও আয়শা বলেন, বর্ষাকালে স্কুলে যাওয়ায় সমস্যা হয়, ফলে ক্লাসের পড়া থেকে পিছিয়ে পড়তে হয়। একটি স্থায়ী ব্রীজ হলে পরীক্ষা ও শিক্ষার মান বৃদ্ধি পেত।

স্থানীয় বাসিন্দারা বলেন, বর্ষায় সাঁকো ভেসে যাওয়ায় কলার ভেলা ব্যবহার করে নদী পারাপার করতে হয়। ব্রীজ না থাকায় কৃষকরা ফসল বাজারে নিয়ে আসতে, ব্যবসায়ী ও গৃহবধূরা দৈনন্দিন কাজকর্ম করতে বাধা পাচ্ছেন। ১০ গ্রামের মানুষ, প্রসূতি, ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করছেন।

জলঢাকা উপজেলা প্রকৌশলী মো. তারিকুজ্জামান জানান, ধুব নদীর ওপর ব্রীজ নির্মাণের বিষয়টি নজরে রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জেলায় পাঠানো হয়েছে। বরাদ্দ এলে নির্মাণ কাজ শুরু হবে।

তৈয়ব আলী সরকার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর