নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:২৪
-68a710141d1a3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আব্দুল মোনেম লিমিটেড'র সেন্টাল ওয়ার্কশপের শ্রমিকরা ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে কোম্পানি এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। এতে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শ্রমিকরা জানান, সেন্টাল ওয়ার্কশপে সিকিউরিটি গার্ডসহ শতাধিক কর্মী কাজ করছেন। গত ছয় মাস ধরে বেতন না পাওয়ায় পরিবার পরিজনের সঙ্গে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নিরুপায় হয়ে তারা মহাসড়ক অবরোধের পথ বেছে নিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বেতন পরিশোধ না হলে আবার অবরোধের হুশিয়ারি দিয়েছেন।
আব্দুল মোনেম লিমিটেড'র সেন্টাল ওয়ার্কশপের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে।
এআরএস