নাগেশ্বরীতে জমজমাট হাঁস ধরা প্রতিযোগিতা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:৪৬
-68a715314543c.jpg)
ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে উপজেলা মৎস্য দপ্তর। সচেতনতামূলক আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির পাশাপাশি পুকুরে হাঁস ছেড়ে দিয়ে তা সাঁতার কেটে ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি দর্শকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্থানীয় মৎস্যজীবীরা আনন্দের সঙ্গে অংশ নেন। তারা পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে একে একে হাঁস ধরার চেষ্টা করেন। পুরো আয়োজনই ছিল উত্তেজনা ও হাস্যরসের সমন্বয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহাদৎ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ছাড়াও শতশত দর্শক উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, ‘মৎস্য সপ্তাহকে ঘিরে আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চেয়েছি। এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন সবাইকে আনন্দ দেওয়ার পাশাপাশি মাছ চাষে উৎসাহিত করবে।’
নূর-ই-আলম সিদ্দিক/এআরএস