-68a716e60993a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারে বই জমাদান এবং মৌলিক ও সৃজনশীল প্রকাশনায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বুক নাম্বার (ISBN) ব্যবহারের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার জহিরুল ইসলাম।
কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন, জেলা গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান এমদাদ হোসেন খান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, লেখক ও সাংবাদিক চিত্তরঞ্জন শীল, লেখক ও প্রভাষক মাহবুব হোসেন জুয়েল, কবি স্বপন বন্ধু, আসাদ জামান, লেখক শাওন মুতাইত, লেখক ও সাংবাদিক খান নাঈম, রেজাউল কবির টিটু, সাহিত্য পত্রিকার সম্পাদক আতিকুর রহমান, লেখক রেজমুন রোজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ানরা।
কর্মশালার শুরুতে উপপরিচালক জামাল উদ্দিন ISBN বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে ধাপে ধাপে ISBN নম্বর প্রাপ্তি এবং জাতীয় গ্রন্থাগারে বই জমাদান প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা জানান, এ কর্মশালার মাধ্যমে ISBN প্রাপ্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন, যা ভবিষ্যতে বই প্রকাশে সহায়ক হবে। এছাড়া গ্রন্থাগারে বই জমাদানের নিয়মকানুন সম্পর্কেও বিস্তারিত শেখানো হয়।
আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খান নাঈম/এআরএস