Logo

সারাদেশ

কালাইয়ে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:৫৭

কালাইয়ে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে আব্দুল মান্নান (৫৮) নামে এক আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মান্নান ওই গ্রামের মৃত খয়বর আলীর ছেলে। তিনি পেশায় আলু ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন আব্দুল মান্নান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মাহফুজ রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বজ্রপাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর