Logo

সারাদেশ

পিআর পদ্ধতি আ. লীগকে পুনর্বাসনের কৌশল : জমিয়ত মহাসচিব

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:০৭

পিআর পদ্ধতি আ. লীগকে পুনর্বাসনের কৌশল : জমিয়ত মহাসচিব

ছবি : বাংলাদেশের খবর

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আওয়ামী লীগকে পুনর্বাসনের কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে একদল খুবই কঠোর অবস্থানে আছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) কুমিল্লার পদুয়া বাজারে জমিয়তের জেলা ও মহানগর সদস্য সম্মেলনে এসব বলেন তিনি।

জমিয়ত মহাসচিব বলেন, ‘নির্বাচন বানচালের চক্রান্ত নয়, বরং দেশকে এগিয়ে নিতে সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’

আফেন্দী আরও বলেন, ‘মাত্র তিন মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকার কীভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশনের আঞ্চলিক অফিস স্থাপনের অনুমতি দেয়? এটি ধর্মীয় মূল্যবোধ ও সংবিধানবিরোধী কর্মকাণ্ডকে উৎসাহিত করতে পারে।’

সম্মেলনে সমকামী এক্টিভিস্ট সাফওয়ান চৌধুরী রেবিলের বিরুদ্ধে লেখক ড. মোহাম্মদ সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকির ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সম্মেলনে জেলা সভাপতি মুফতি আমজাদ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীন।

এতে আরো বক্তব্য রাখেন, সমাজসেবা সম্পাদক মাওলানা শামসুল আরেফীন খান সাদী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মুফতি জাবের কাসেমী, মাওলানা শাহজালাল ভূঁইয়া, মুফতি শামসুল ইসলাম জিলানী এবং ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী প্রমুখ।

সোহাইবুল ইসলাম সোহাগ/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর