ধর্মব্যবসায়ীদের ভোট ৩০ হাজারেই শেষ : ফয়সল আলীম

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:১৩
-68a71b6332f77.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফয়সল আলীম বলেছেন, ‘ধর্মব্যবসায়ীদের ভোট ৩০ হাজারেই শেষ হবে। জনগণ উন্নয়ন, সমৃদ্ধি ও নিরাপত্তা চায়— প্রতারণা নয়।’
বুধবার (২০ আগস্ট) বিকেলে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, ‘ধর্মের ব্যবসা করে ভোট নেওয়ার জন্য মানুষকে ব্ল্যাকমেইল করা হয়েছে। কথায় কথায় বলা হয়, অমুক মার্কায় ভোট দিলে বেহেশতের টিকিট আছে। কোন কিতাবে লেখা আছে? আল্লাহর হুকুম মানলেই বেহেশতে যাওয়া যায়। জনগণ এখন এসব বুঝে গেছে।’
ফয়সল আলীম বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়েছে। তার সঙ্গে বোনকেও নিয়ে গেছেন। রাতের ভোটে নির্বাচিত এমপিরা পালিয়েছে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরাও গা ঢাকা দিয়েছে। এই সরকার বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস করেছে।
তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতির নামে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ভোটে সর্বোচ্চ ১৫ শতাংশ পাবে অথচ ৪৫ জন এমপি বানাবে— এভাবে নির্বাচনকে ধ্বংস করার চেষ্টা চলছে।’
সভায় আরও বক্তব্য দেন পাঁচবিবি থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বুলু, যুবদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ সজল, শামসুল হক দুলালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ফয়সল আলীম প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘মরহুম আব্দুল আলীম সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছিল, তার প্রতিশোধ নেবো জয়পুরহাট ও পাঁচবিবিকে নতুনভাবে গড়ে তুলে। দুর্নীতিমুক্ত উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নতুন কুসুম্বা ইউনিয়ন দেখবেন ইনশাআল্লাহ।’
মাহফুজ রহমান/এআরএস