শিগগিরই দেশে ফিরে বিএনপির হাল ধরবেন তারেক রহমান: আলাল

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:১৭
-68a71c6b8ac7f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির রাজনীতির হাল ধরবেন।’
বৃহস্পতিবার (২১ আগস্ট) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আলাল বলেন, ‘গত ১৭ বছরে দেশে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার সংকুচিত করা হয়েছে। এর বিরুদ্ধে বিএনপি এখনো ঐক্যবদ্ধ। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি করব।’
তিনি আরও বলেন, ‘যারা নির্বাচনের বিরোধিতা করছে, তারা নিজেদের অপরিপক্বতা থেকে তা করছে। তরুণ নেতাদের উচিত অভিজ্ঞ ও সৎ বয়স্ক নেতাদের কাছ থেকে শিক্ষা নেওয়া এবং আচরণে সংযত হওয়া— যা গণতন্ত্রের বিকাশে সহায়ক হবে।’
আলাল বলেন, ‘আমরা চাইব, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ, দায়বদ্ধ সরকার না থাকায় দেশে বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে গেছে।’
সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। উপস্থিত ছিলেন সহসভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি জাকির হোসেন, প্রবীণ সাংবাদিক অরূপ তালুকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এআরএস