Logo

সারাদেশ

পরিবেশ রক্ষায় ফেনীতে আনসারের বনায়ন কর্মসূচির উদ্বোধন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:২১

পরিবেশ রক্ষায় ফেনীতে আনসারের বনায়ন কর্মসূচির উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

শুরুর পর আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গন থেকে মহিপাল পর্যন্ত একটি র‌্যালি বের হয়ে জেলা কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে কার্যালয় প্রাঙ্গণে একটি আমগাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিন ফেনী জামেয়া রশিদিয়া মাদরাসায় ১০০টি বিভিন্ন প্রজাতির আমগাছের চারা রোপণ করা হয়। এছাড়া জেলা আনসার ট্রেনিং সেন্টারে একটি আমবাগান গড়ে তোলা হয়।

জেলার ছয়টি উপজেলা, ৪৩টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় নবগঠিত আনসার ভিডিপি ক্লাব ও সমিতির সদস্যদের সহযোগিতায় উপজেলা, ইউনিয়ন পরিষদ, ক্লাব প্রাঙ্গন ও রাস্তার ফাঁকা জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হয়। এগুলোর পরিচর্যার দায়িত্বও নেবেন ক্লাব সদস্যরা।

জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন বলেন, ‘আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশনায় ও রেঞ্জ কমান্ডার কুমিল্লার সার্বিক তত্ত্বাবধানে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু হয়েছে। এতে আম, তেঁতুল, খেজুর, পেয়ারা, গোলাপজাম, অমলকি, কালোজাম, নিমগাছসহ প্রায় এক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর