Logo

সারাদেশ

রাণীশংকৈলে অভিযানে ইয়াবা-মোটরসাইকেল জব্দ, আটক ৪

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:২৫

রাণীশংকৈলে অভিযানে ইয়াবা-মোটরসাইকেল জব্দ, আটক ৪

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেকমরদ বাজার বড় মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), একই উপজেলার মালদহপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে নুরুজামাল (২৮), মালদহপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব রানা (২২) এবং দক্ষিণ পাড়ুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতাল্লেব হক (২২)।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিকাল ৪টায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর