ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৮:৪০
-68a7d8b5ad142.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁও জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সদর ও রাণীশংকৈল উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের রোড শুক নদীর ব্রিজ এলাকায় অটো রিকশায় যাওয়ার সময় চাকার সাথে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন মোছা. নাজু আক্তার (১৬)। তিনি সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর এলাকার নুর ইসলামের মেয়ে এবং এ বছর ইসলামনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।
নাজুর পরিবার জানায়, তিনি সন্ধ্যায় প্রেসার কুকার ও রাইস কুকার মেরামতের জন্য অটো রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করেন। তবে রংপুরে নেওয়ার প্রস্তুতিকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
অন্যদিকে রাত ৯টার দিকে রাণীশংকৈল পৌরশহরের শান্তিপুর এলাকায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৪৫) নিহত হন। তিনি নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরিপুর থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৪৮৬১) বিপরীত দিক থেকে মোটরসাইকেল আরোহী রফিকুলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকা তার পায়ের ওপর দিয়ে গেলে পা ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। তবে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচএস