-68a7e2b58c4a0.jpg)
মানিকগঞ্জ পৌর এলাকায় আবারো সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতিসহ অস্ত্রের মুখে বাড়ির মালিককে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর রাত তিনটার দিকে মানিকগঞ্জ পৌরসভার শিববাড়ি এলাকায় ছয়জন ডাকাত বাড়ির পেছনের কলাপসিবল গেটের তালা ভেঙে প্রবেশ করে। তারা বাড়ির মালিক মোস্তফা কামাল ও তার স্ত্রীকে জিম্মি করে প্রথমে মোবাইল ফোনগুলো নিয়ে নেয়। এরপর ঘরে থাকা নগদ ১ লাখ ৫২ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে। কিন্তু যাওয়ার সময় ডাকাতরা মোবাইল ফোনগুলো ফেরত দিয়ে যায়।
ভুক্তভোগী মোস্তফা কামাল বলেন, ‘ডাকাতরা অস্ত্র হাতে আমাদের ঘরে ঢুকে পড়ে। তারা টাকার ব্যাগ আর গয়নাগুলো নিয়ে যায়, মোবাইলগুলো ফেরত দিয়েছে।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে চলতি আগস্ট মাসেই জেলায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটেছে। ১৭ আগস্ট সিংগাইরের তালেবপুর এলাকায় একটি গরুর খামারে, ১৩ আগস্ট নয়াকান্দি এলাকায় সাবেক কাউন্সিলরের খামারে এবং ৬ আগস্ট সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
এমএইচএস