কুমিল্লায় ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৯:৩৫

কুমিল্লা নগরের বিসিক শিল্প এলাকায় ছিনতাইকারী সন্দেহে সায়েম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জান্নাতুল ফুড প্রোডাক্ট মিলে এ ঘটনা ঘটে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সায়েম সদর দিদার মার্কেট এলাকার ভাড়াটিয়া অটোরিকশা চালক আমিনুল ইসলামের ছেলে। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শনপাপড়ি খাওয়ার জন্য মিলে গেলে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মিলে শনপাপড়ি উৎপাদনকারী কর্তৃপক্ষ পলাতক রয়েছে।
খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ কয়েকজন স্থানীয়কে জিজ্ঞাসাবাদ করতে চাইলে কিছু যুবক পুলিশের গাড়িতে হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, নিহত সায়েম ও সাকিব নামে আরেক যুবক এলাকায় চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত। তবে কেন তাকে হত্যা করা হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।
সোহাইবুল ইসলাম সোহা/এমবি