কুমিল্লায় প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান, নিহত ৪

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৪:৪৫

কুমিল্লা সদর দক্ষিণে চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা সদর দক্ষিণে চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হোটেল নূরজাহান এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধারকাজ শেষ পর্যায়ে। উদ্ধারকাজ শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।
এনএমএম/এমবি