কুমিল্লায় প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান, নিহত ৪
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৪:৪৫
কুমিল্লা সদর দক্ষিণে চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা সদর দক্ষিণে চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হোটেল নূরজাহান এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-68a82f083da2d.jpg)
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধারকাজ শেষ পর্যায়ে। উদ্ধারকাজ শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।
এনএমএম/এমবি

