শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয় নাই : মুফতি ফয়জুল করীম

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৪:৫৪

ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয় নাই। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার প্রয়োজন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বরিশাল নগরীর গির্জা মহল্লায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষা, চরিত্র ও নৈতিকতার ভিত্তিতে ছাত্রসমাজকে গড়ে তুলছে। ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে তরুণদের দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি।
তিনি আরও বলেন, নির্বাচনই চূড়ান্ত লক্ষ্য নয়; বরং সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জন্য কল্যাণকর হবে না। আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হওয়া প্রয়োজন।
সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা জাতির প্রাণশক্তি। তাদের সঠিক পথে গড়ে তুলতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, আধুনিক শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ ও অশ্লীল সংস্কৃতি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সমাজের প্রতিটি স্তরে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, সিনিয়র সহসভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছার, সেক্রেটারি মাওলানা আবুল খায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডিআর/এএ