মেহেরপুর সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৫:৫১
---2025-08-22T154353-68a83db462310.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরের কুতুবপুর-কাথুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আটক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে। তিনি সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভেতরে ঘাস কাটতে গেলে ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরে বিজিবির কাথুলী কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ বিএসএফ কমান্ডারের সাথে যোগাযোগ করলে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৩/৩-এস এর কাছে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ইকবাল হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে গাংনী থানায় পাঠানো হয়।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধসহ অবৈধ কার্যকলাপ বন্ধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
- আকতারুজ্জামান/এমআই