
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া মুন্সিবাড়ি–ফাজিলপুর সড়কের মাঝামাঝি এলাকা থেকে এক অজ্ঞাতনামা যুবকের (৩৫ বছরের) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় সড়কের পাশে যুবকের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তারা।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকটির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ নিরূপণে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ইমরান মুন্সী/এমবি