Logo

সারাদেশ

কিশোরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৭:৪৪

কিশোরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জেসমিন আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২২ আগষ্ট) সকালে উপজেলা পরিষদের উত্তর দিকে বড়খারচর গ্রামের মো. জাকির হোসেনের বাড়ি থেকে জেসমিন আক্তারের মরদেহটি উদ্ধার করা হয়।

জেসমিন আক্তার (৩০) কুলিয়ারচর উপজেলার বড়খারচর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। সে দুই ছেলে সন্তানের জননী। তার বাবার বাড়ি বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে। জেসমিন আক্তার কুলিয়ারচর সদরে একটি সিগারেট ফ্যাক্টরির শ্রমিক হিসেবে কাজ করতেন। তার স্বামীও ওই সিগারেট ফ্যাক্টরিতেই কাজ করেন।

জানা যায়, গত ২১ আগস্ট বৃহস্পতিবার থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার মোবাইল ফোনও বন্ধ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। পরে সকালে রান্নার জন্য লাকড়ির ঘরে ঢুকেই ঘরের মধ্যে গলায় ওড়ানা প্যাঁচানো জেসমিন আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার শাশুড়ি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

জেসমিন আক্তারের বাবার বাড়ির লোকজন বলেন, জেসমিনের স্বামী জাকির হোসেন প্রায়ই নেশার জন্য জেসমিন আক্তারের কাছে টাকা চাইত আর টাকা না দিলে মারধর করত। সে হয়ত আত্মহত্যা করেনি। তাকে খুন করে রান্না ঘরে ঝুলিয়ে রাখতে পারে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, ‘এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছেনা। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা করেছি।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

  • মুহাম্মদ কাইসার হামিদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর