
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফেনী শহরের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন হয়।
প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন এবং প্রধান বক্তা ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব। সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দাউদুল ইসলাম।
এতে জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এমরান পাটোয়ারী/এআরএস