কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৫:২৮
-68a989dbdc52f.jpg)
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ।
শুক্রবার (২২ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য, মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পুরান বাজারে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে মো. হিমেল (২৪) নামে এক যুবক নিহত ও অন্তত ৩০ জন আহত হন। পরে তার পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ করে।
আব্দুর রউফ ভুঁইয়া/এআরএস