Logo

সারাদেশ

পতিত জমিতে আউশ ধান চাষে লাভ দ্বিগুণ

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৫:৩৭

পতিত জমিতে আউশ ধান চাষে লাভ দ্বিগুণ

ছবি : বাংলাদেশের খবর

খরিপ-১ মৌসুমে ব্রি আউশ ধান চাষ করে লাভবান হচ্ছেন নীলফামারীর কৃষকরা। অল্প সময়ে ও কম খরচে উৎপাদিত এ ধান কৃষকের অর্থনৈতিক সংকট দূর করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে ১ হাজার ৯২১ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১ হাজার ৮৮১ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন।

কৃষকরা জানান, পতিত জমিতে আউশ ধান চাষ করে তারা দ্বিগুণ লাভবান হয়েছেন। এতে দো-ফসলি জমি তিন ফসলিতে রূপান্তর হচ্ছে এবং বর্ষা মৌসুমে গবাদি পশুর খাবারেরও জোগান মিলছে।

কৃষি বিভাগ বলছে, আউশ ধান বিক্রির অর্থ কৃষকরা আমন মৌসুমে বিনিয়োগ করতে পারছেন। এ আবাদ বাড়াতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন।

তৈয়ব আলী সরকার/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর