Logo

সারাদেশ

ধর্ম নিয়ে রাজনীতি করা দলও পিআর পদ্ধতির কথা বলছে : রিজভী

Icon

লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৫:৪৩

ধর্ম নিয়ে রাজনীতি করা দলও পিআর পদ্ধতির কথা বলছে : রিজভী

ছবি : বাংলাদেশের খবর

পিআর পদ্ধতি নিয়ে মত প্রকাশ ও সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, ‘হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি কী, কোনো জনগণ বলতে পারবে? এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো শরীরে দেয়? অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে, তারাও পিআর পদ্ধতির কথা বলছে।’

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, ‘কে সাধারণ মানুষের সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় পাশে থাকবে, পিআর পদ্ধতিতে সেই লোক বাছাইয়ের সুযোগ নেই। দলের প্রতীককে ভোট দিতে হবে, এরপর দল বেছে নেবে কে যাবে। এভাবে অনেক অনৈতিক ও রাজনীতিবিরোধী ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম।’

তিনি বলেন, বিএনপি কখনও সংস্কারের বিরোধিতা করেনি। ‘প্রয়োজনীয় যে সংস্কার, সে সংস্কার করে নির্বাচনে যাওয়ার পক্ষে বিএনপি। কিন্তু নির্বাচন যেন দীর্ঘায়িত না হয়, সেটিই বিএনপির অবস্থান। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলে। কেন এই উদ্দেশ্য, সেটা আমরা জানি।’

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি রুহুল কবির রিজভী নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর