Logo

সারাদেশ

শ্রীপুরে রাতের আঁধারে গরু চুরি, পাঁচ লাখ টাকার ক্ষতি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৬:৩৪

শ্রীপুরে রাতের আঁধারে গরু চুরি, পাঁচ লাখ টাকার ক্ষতি

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে একটি গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ৭নং ওয়ার্ড, বরমী কলেজ সংলগ্ন পাঠানটেক গ্রামে কৃষক দুলাল মিয়ার বাড়ি লক্ষ্য করে চোরচক্রের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি কালো ও একটি সাদা রঙের ষাঁড় গরু চুরি হয়েছে। দুলাল মিয়া বলেন, তিনি রাতের খাবার দেওয়ার পর গরুদের ঘুমাতে পাঠিয়েছিলেন। ভোরে দেখেন গোয়ালঘরের তালা কেটে চোররা দুইটি গরু চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মিয়া জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং খোঁজ নেওয়া হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর