ভাসানী সেতু উদ্বোধনের আগেই তার চুরির ঘটনায় থানায় মামলা

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:১৯
---2025-08-23T171812-68a9a3b85cdd4.jpg)
ছবি : সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে মওলানা ভাসানী তিস্তা সেতুর উদ্বোধনের আগের দিন সেতুর বিদ্যুৎ সংযোগের ৩০০ মিটার তার চুরির ঘটনায় মামলা হয়েছে।
এলজিইডি কর্তৃপক্ষ চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে থানাকে না জানিয়ে গোপন রাখে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে শুক্রবার রাতে সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। মামলায় চুরি যাওয়া তারের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।
বুধবার (২০ আগস্ট) সেতুর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে সেতু কর্তৃপক্ষ দেখেন সংযোগ তার নেই। বাধ্য হয়ে জেনারেটর ব্যবহার করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। কিন্তু সন্ধ্যায় লাখো দর্শনার্থী সেতু দেখতে এলে চারদিক অন্ধকারে ডুবে যায়। এতে যানজটের পাশাপাশি এক দুর্ঘটনায় একজন নিহতও হন।
সেতুর শোভা বর্ধনের জন্য বসানো বৈদ্যুতিক বাতিগুলো জ্বালানো সম্ভব হয়নি। এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এত কড়া নিরাপত্তা সত্ত্বেও কীভাবে এ চুরি হলো, তা নিয়ে সংশ্লিষ্টরা হতবাক।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘ঘটনার তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।’
এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী জানান, যারা এই চুরির সঙ্গে জড়িত তারা সাধারণ চোর নয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে পুলিশকে বলেছি। আমরাও সতর্কতা জোরদার করছি।
- আতিকুর রহমান/এমআই