Logo

সারাদেশ

হালুয়াঘাট সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:৫৪

হালুয়াঘাট সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। শনিবার (২৩ আগস্ট) পৃথক অভিযানে ৪৯২ পিস নেভিয়া সফ্ট ক্রিম ও ৩৪ হাজার পিস জিলেট ব্লেড আটক করা হয়।

বিজিবি জানায়, অভিযানের সময় চোরাকারবারীরা সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৬ হাজার টাকা।

তিনি আরও বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে এ তৎপরতা অব্যাহত থাকবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর