Logo

সারাদেশ

আমিনবাজারে অভিনব কৌশলে খেলার মাঠে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

Icon

আরিফুল ইসলাম সাব্বির, সাভার

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:০১

আমিনবাজারে অভিনব কৌশলে খেলার মাঠে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার সাভারের আমিনবাজারে অভিনব কৌশলে উত্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের একাংশে দোকান নির্মাণ এবং বাকি অংশ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি সদস্য সালাউদ্দিন মিন্টু ও তার অনুসারীদের বিরুদ্ধে। মাঠ উন্মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ।

সরকারি নথি অনুযায়ী, সাভারের বেগুনবাড়ি মৌজায় বিএস ২ নম্বর খতিয়ানের ২২৪ ও ২৪৮ দাগে ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালে জেলা প্রশাসনের সঙ্গে করা লিজ চুক্তি অনুযায়ী ৩৫ শতাংশ জমির মধ্যে ২৪৮ দাগে স্কুল ভবন এবং ২২৪ দাগে খেলার মাঠ বরাদ্দ ছিল।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৬ আগস্ট রাতে সালাউদ্দিন মিন্টুর নেতৃত্বে ১০–১৫ জন মাঠের একাংশে দোকান নির্মাণ করেন। পরে উপজেলা প্রশাসন জমি উদ্ধারে নোটিশ টাঙালেও তা উপড়ে ফেলা হয়। বর্তমানে মাঠের জায়গায় চারটি দোকান চালু রয়েছে এবং বাকি অংশ ধর্মীয় প্রার্থনার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

স্থানীয় আফজাল হোসেন বলেন, ‘‘মাঠটি শিশুদের খেলার জায়গা ছিল। রাতারাতি দোকান নির্মাণ করে সেটি দখল করেছে। আমরা চাই প্রশাসন জমিটি উদ্ধার করে মাঠ উন্মুক্ত করুক।’

ফজলুর রহমান নামে এক প্রবীণ বাসিন্দা বলেন, ‘খেলার মাঠের জায়গা দখল করে দোকান ও জানাজা মাঠ করা হয়েছে। এতে বাচ্চাদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে।’

উত্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান বলেন, ‘মাঠের জমি স্কুলের নামে দলিলভুক্ত। আমরা সামাজিক সমাধানের চেষ্টা করেছি, কিন্তু তারা আগ্রাসীভাবে দোকান তুলেছে। প্রশাসনের হস্তক্ষেপ চাই।’

সাবেক ইউপি সদস্য সালাউদ্দিন মিন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আমিনবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, ‘৩৫ শতাংশ জমি স্কুলকে বুঝিয়ে দেওয়া হবে। এতে আর কোনো ঝামেলা থাকবে না।’

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু বকর সরকার বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।’

এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর