Logo

সারাদেশ

পদুয়ার বাজারে ভয়াবহ দুর্ঘটনার পর ইউটার্ন বন্ধ ঘোষণা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:১২

পদুয়ার বাজারে ভয়াবহ দুর্ঘটনার পর ইউটার্ন বন্ধ ঘোষণা

কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্টবাহী লরির চাপায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় হানিফ পরিবহনসহ অজ্ঞাতনামা লরি চালকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

একই সঙ্গে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ সিদ্ধান্তে বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে থাকা ইউটার্নটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন ব্যবহার করতে হবে সকল যানবাহনকে।

বিষয়টি নিশ্চিত করেছেন সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান। তিনি বলেন, ‘পদুয়ার বাজার ইউটার্ন এলাকা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ ও সওজ কর্মকর্তারা পরিদর্শন করেছেন। রোববার জেলা প্রশাসক কার্যালয়ে সড়ক ও যোগাযোগবিষয়ক সমন্বিত সভা রয়েছে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এই ইউটার্ন বন্ধ থাকবে।’

এদিকে কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, শুক্রবার দুপুরে পদুয়ার বাজার ইউটার্নে চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারে চাপা দিলে একই পরিবারের চারজন নিহত হন।

এ ঘটনায় নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে উল্টো পথে আসা হানিফ পরিবহন ও লরির চালকসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেছেন।

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর