Logo

সারাদেশ

‘ওয়ান-ইলেভেনে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন নিতাই রায়’

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:১৮

‘ওয়ান-ইলেভেনে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন নিতাই রায়’

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেন, ‘নিতাই রায় চৌধুরী জাতীয় পার্টি থেকে বিএনপিতে এসেছেন। আমি ব্যক্তি নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে নই—আমি সেই নিতাই রায়ের বিরুদ্ধে, যিনি ওয়ান-ইলেভেনের সময় দলের (বিএনপি) বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কারাগারে পাঠাতে চেয়েছিলেন। দলের কেউ আমার পাশে না থাকলেও আমি একাই নেত্রীর পক্ষে তার বিরুদ্ধে থাকব।’

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি আয়োজিত গণসংবর্ধনা ও জনসভায় প্রধান বক্তা হিসেবে এ বক্তব্য দেন তিনি।

যুবদল নেতা নয়ন আরও বলেন, ‘যারা তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্র করেছেন, তাদের ছাড় দেওয়া হবে না। তবে ষড়যন্ত্রকারীদের বাইরে যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে শহীদ জিয়ার পরিবারকে রক্ষা করতে হবে। কাজী সামিমুল হক কামাল এবং আমি, রবিউল ইসলাম নয়ন—দুই ভাই হাতে হাত মিলিয়ে এই মাগুরার বিএনপিকে বাঁচানোর শপথ নিয়েছি।’

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। এছাড়া জেলা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

তাছিন জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর