অবিলম্বে সংস্কার ও গণহত্যার বিচার করতে হবে : রফিকুল ইসলাম

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৩৫
-68a9b58763316.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিচার বিভাগীয় হত্যার মাধ্যমে আমাদের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে সংস্কার ও গণহত্যার বিচার করতে হবে।
শনিবার (২৩ আগস্ট) সকালে দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে পাবনা জেলা জামায়াতের আয়োজিত ষান্মাসিক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। নির্বাচনে শারীরিক, মানসিক পরিশ্রম এবং ব্যাপক সময় দিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। জামায়াতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে হবে। আমরা কাউকে ভয় করি না। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।’
পাবনা জেলা জামায়াতের আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রিন্সিপাল ইকবাল হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আলী আসগর এবং সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে. এম. হেসাব উদ্দিন।
বক্তারা বলেন, ‘‘কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের ও পরিবারের জীবনযাপন করতে হবে। একে অপরের অধিকারের বিষয়ে সচেতন থাকতে হবে। অন্যের হক হরণ করা যাবে না। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখবে। ইসলামী আন্দোলনকে বেগবান করতে হবে এবং পাবনাকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ধৈর্যসহকারে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় আসবেই ইনশাআল্লাহ।’’
সম্মেলনে ষান্মাসিক রিপোর্ট পেশ করেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক এ. এস. এম. আব্দুল্লাহ এবং বাইতুলমাল রিপোর্ট পেশ করেন অধ্যাপক আব্দুল মোমেন। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে অনির্বাণ শিল্পগোষ্ঠী।
শফিক আল কামাল/এআরএস