Logo

সারাদেশ

বাগেরহাটে চারটি আসন পূর্ণবহালের দাবিতে রোবাবার ৮ ঘণ্টা অবরোধের ডাক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৪০

বাগেরহাটে চারটি আসন পূর্ণবহালের দাবিতে রোবাবার ৮ ঘণ্টা অবরোধের ডাক

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটে চারটি আসন পূর্ণবহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে ঘিরে শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নেতারা।

বিক্ষোভে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল, খাদেম নিয়ামুল নাসির, আলাউদ্দিন হাদিউজ্জামান হিরোসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ‘গত ২৫ জুলাই নির্বাচন কমিশনের ঘোষণা আসার পর থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন আমাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। তাই বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি। যদি রোববারের অবরোধ চলাকালে চার আসন পূর্ণবহালের ঘোষণা না আসে, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

তারা আরও বলেন, ‘অবরোধ চলাকালে দূরপাল্লার যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে। সর্বাত্মক অবরোধ সফল করতে সব দলের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানানো হচ্ছে।’

উল্লেখ্য, বাগেরহাটে চারটি আসনের একটি কমানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা পূর্ণবহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় রোববারের এ অবরোধ ডাকা হয়েছে।

শেখ আবু তালেব/ এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর